যুবদল নেতা শাহাজাহান সিদ্দিকীর সাময়িক বহিস্কার প্রত্যাহার
দৈনিকসিলেট প্রতিবেদক
দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল গোয়াইনঘাট উপজেলা শাখার আহবায়ক এডভোকেট শাহাজাহান সিদ্দিকীকে সাময়িক বহিস্কার প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন ও সাধারণ সম্পাদক মকসুদ আহমদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে গত ৯ আগস্ট এডভোকেট শাহাজাহান সিদ্দিকীকে দল থেকে সাময়িক বহিষ্কার শভ আজ প্রত্যাহার করা হয়েছে। তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না মর্মে কারণ দর্শানোর পত্র প্রেরণ করা হয়। কারণ দর্শানোর নোটিশের জবাবে তাকে বিনা দ্বিধায় দলের কাছে দোষ স্বীকার করে পরবর্তীতে এ ধরণের কোন ঘটনার পুনরাবৃত্তি করবেন না বলে অঙ্গীকার করেন। তাই কারণ দর্শানোর জবাব সন্তোষজনক দেওয়ায় তাকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়ে সাময়িক বহিষ্কার প্রত্যাহার করা হইল।