সুনামগঞ্জে নতুন জেলা প্রশাসকের পদায়ন
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে নতুন জেলা প্রশাসক পদায়ন করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠপ্রশাসন শাখা থেকে বদলির এই আদেশ দেওয়া হয় ১০ সেপ্টেম্বর মঙ্গলবার। আদেশে উল্লেখ, বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ ইলিয়াস মিয়াকে সুনামগঞ্জে জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে।
এছাড়া আরও ৩৩ জেলায় নতুন জেলা প্রশাসক পদায়নের কথা আদেশে বলা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠপ্রশাসন শাখার উপসচিব মোহাম্মদ ইব্রাহীম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। অন্যদিকে,ওই ৩৪ জেলার ডিসিকে বিভিন্ন দপ্তরে বদলি করে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন