বড়লেখায় দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন জামায়াতের অফিস উদ্বোধন
তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি
মৌলভীবাজারের বড়লেখায় দক্ষিণভাগ উত্তর (কাঠালতলী) ইউনিয়ন জামায়াতে ইসলামীর অফিস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। সোমবার রাত ৯টায় রমজানগঞ্জ (খলাগাও) বাজারে অফিস উদ্বোধন করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম।
এ উপলক্ষে মাওলানা লোকমান হুসাইনের সঞ্চালনায় ও বেলাল আহমদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি জামায়াতে ইসলামীর উপজেলা আমীর এমাদুল ইসলাম বলেন, ৫ জুলাইয়ের ছাত্রজনতার বিপ্লব পরবর্তী সময়ে জামায়াতে ইসলামীর মজবুত ভূমিকার কারণে বড়লেখা উপজেলার সরকারি স্থাপনা, ব্যবসা প্রতিষ্ঠান ও জনগণের জান-মাল রক্ষাপেয়েছে।
মানুষের জান-মালের নিরাপত্তায়, ধর্মীয়সম্প্রীতি রক্ষায় জামায়াত সদা সর্বদা প্রস্তুত। বিগত দিনে যারা মানুষের ক্ষতি করেছে আইনের মাধ্যমে তাদের বিচার হবে। তিনি আরোও বলেন, সিসাঢালা প্রাচীরের নায়ক ঐক্যবদ্ধভাবে জামায়াতের দ্বীনের চূড়ান্ত বিজয় নিশ্চিত করতে সবাইকে নিরলস কাজ করার আহবান জানান।
এসময় বিশেষ অতিথির বক্তব্য দেন দক্ষিণভাগ উত্তর (কাঠালতলী) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জামায়াত নেতা মাওলানা আলিম উদ্দিন, সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি রবিউল ইসলাম সুহেল, দক্ষিণভাগ উত্তর কাঠালতলী ইউনিয়ন সভাপতি লুৎফুর রহমান, পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুস সালাম, দক্ষিণভাগ উত্তর কাঠালতলী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ইমরান হোসাইন, জামায়াত নেতা জুবায়ের আহমদ শিমুল, মাওলানা এনাম উদ্দিন, উপজেলা দক্ষিণ শাখা ছাত্র শিবির নেতা আলী হায়দার মুন্না প্রমুখ।