জামায়াত নেতা খিজির আহমদের স্বদেশ প্রত্যাবর্তনে মতবিনিময়
তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি
মৌলভীবাজারের বড়লেখায় ছাত্র শিবিরের সাবেক উপজেলা সভাপতি ও পৌর জামায়াতের সাবেক সভাপতি এবং বড়লেখা পৌরসভা নির্বাচনে দুইবারের মেয়র পদে প্রতিদ্বন্দ্বীকারি খিজির আহমদের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় স্থানীয় জামায়াত ইসলামীর অফিসে পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুস সালামের সঞ্চালনায় ও উপজেলা আমীর এমাদুল ইসলামের সভাপতিত্বে মাওলানা মুফতি জিয়াউল হকের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে স্বাগত বক্তব্য দেন সদর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হাফিজ জয়নাল আবেদিন। প্রধান অতিথি ছিলেন জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল ও মৌলভীবাজার জেলা জামায়াতের মজলিসের সুরা সদস্য মাওলানা ইসলাম উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর ফয়সল আহমদ, উপজেলা পেশাজীবি সংগঠনের সভাপতি অধ্যাপক আব্দুল মোহাইমীন, শিবিরের সাবেক জেলা সভাপতি আব্দুস সামাদ, শহর ছাত্র শিবির সভাপতি হুমায়ুন কবির সাজু প্রমুখ। এছাড়াও উপজেলা, পৌর এবং ইউনিয়ন জামায়াত-শিবিরের নেতাকর্মী, ব্যবসায়ীসহ বিভিন্ন স্তরের জনসাধারণ তাকে স্বাগত জানান। পরে উপস্থিত নেতাকর্মী, ব্যবসায়ী ও জনসাধারণের সঙ্গে তিনি কূশল বিনিময় করেন।
এসময় বক্তারা বলেন, সাংগঠনিক দায়িত্ব পালনকালে আওয়ামী স্বৈরাচার সরকারের প্রতিহিংসা মূলক অসংখ্য মামলা হামলার শিকার হয়ে বার-বার কারাবরণ করেন খিজির আহমদ। তিনি পৌরসভা নির্বাচনে ২ বার মেয়র পদে প্রতিদ্বন্দ্বীতা করেছেন এবং জনগণের রায়ে নির্বাচিত হলেও ভোট কারচুপির মাধ্যমে তাকে পরাজিত করা হয়। অসংখ্য মামলা নিয়ে দীর্ঘ দশ বছর প্রবাসে নির্বাসিত জীবন অতিবাহিত করেছেন।শত প্রতিকূলতাতেও হতোদ্যম হননি কখনও। মানুষের হারিয়ে যাওয়া অধিকার পুনরুদ্ধার করতে জীবনের ঝুঁকি নিয়ে তিনি বারবার স্বৈরাচারের রক্তচক্ষুকে উপেক্ষা করেছেন। আবির্ভূত হয়েছেন আপামর জনসাধারণের মধ্যমনি রূপে।