হারানো স্বজনদের যেভাবে একত্রিত করল পোস্ট কার্ড
দৈনিকসিলেট ডেস্ক :
বহু বছর আগে হারিয়ে যাওয়া স্বজনদের সঙ্গে জীবনে প্রথমবারের মতো দেখা করেছেন যুক্তরাজ্যের সোয়ানসিতে হেলেন রবার্টস নামে এক নারী। আর তা সম্ভব হয়েছে ১২১ বছর পুরোনো একটি পোস্ট কার্ডের জন্য।
স্কাই নিউজ জানিয়েছে, চলতি মাসের শুরুতে পোস্ট কার্ডটি সোয়ানসি বিল্ডিং সাসাইটিতে গিয়ে পৌঁছেছে, যা রবার্টসের দাদার শৈশবের বাড়ি ছিল। রবার্টস এখনো ওই এলাকায়ই থাকেন।
পোস্ট কার্ডটির প্রেরক হচ্ছেন ইওয়ার্ট। তিনি রবার্টসের দাদার ভাই। ইওয়ার্ট পোস্ট কার্ডটি তার বোন লিডিয়াকে পাঠিয়েছিলেন।