সিলেট-২ আসনে ইসলামী দলের মনোনয়ন চান ড. লুৎফুর রহমান
বিশ্বনাথ প্রতিনিধি
সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত, হেফাজতে ইসলাম, ইসলামী শ্বাসনতন্ত্র আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিসসহ অন্যান্য ইসলামী দলগুলো নিয়ে সম্ভাব্য ইসলামী জোটের নমিনেশন চান বিশ্বনাথের ড. মুফতি লুৎফুর রহমান ক্বাসেমী। তিনি বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাস্ট্র শাখার ও ইউনাইটেড উলামা কাউন্সিল আমেরিকার সভাপতি।
বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেলে বিশ্বনাথ প্রেসক্লাবে বাংলাদেশ খেলাফত মজলিস (ইসমাইল নূরপূরী-মামুনুল হক) বিশ্বনাথ উপজেলা শাখার এক মতবিনিময় সভায় আনুষ্ঠানিকভাবে এই ঘোষনা দেয়া হয়।
মতবিনিময় সভায় বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাস্ট্র শাখার ও ইউনাইটেড উলামা কাউন্সিল আমেরিকার সভাপতি ড. মুফতি লুৎফুর রহমান ক্বাসেমী লিখিত বক্তব্যে সাম্প্রতিক সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের রুহের মাগফেরাত কামনা করেন ও আহতদের সুচিকিৎসার জন্য সরকারের কাছে দাবী জানান। পাশাপাশি ক্বওমী মাদ্রাসার সনদ দ্রæত কার্যকর, বিশ্বনাথে গ্যাস সংযোগ, সিলেট ২ আসনের সাবেক সংসদ সদস্য, ‘নিখোঁজ’ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সন্ধান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতা হত্যাকারীদেরকে আন্তর্জাতিক নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করে দ্রত বিচারের আওতায় নিয়ে আসার জন্য সরকারের কাছে দাবী জানান, যুক্তরাস্টের বিশিষ্ঠ ইসলামি স্কলার ড. মুফতি লুৎফুর রহমান ক্বাসেমী।
বাংলাদেশ খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল মতিনের পরিচালনায় মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলা শাখার সাবেক সভাপতি মো. সমসির আলী, সাধারণ সম্পাদক এম. আশরাফুল হক, সহসাধারণ সম্পাদক মাওলানা লুৎফুর রহমান, হাবিবুর রহমান আনসারী, সাংগঠনিক সম্পাদক মাওলানা শেখ আব্দুল বাছিত, আব্দুল কাদির, রামপাশা ইউনিয়ন শাখার নির্বাহী সভাপতি হাজী মো. রইছ আলী, উপজেলা শ্রমিক মজলিসের সভাপতি মো. নূরুল ইসলাম, জেলা ছাত্র মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা নোমান আহমদ, সিলেট জেলা পশ্চিম শাখার বায়তুল মাল সম্পাদক মোজাহিদ আহমদ, উপজেলা যুব মজলিসের সদস্য হাফিজ মাওলানা হোসাইন আহমদ, উপজেলা ছাত্র মজলিসের সভাপতি তোফায়েল আহমদ ও সাধারণ সম্পাদক হাফিজ সাকিল আহমদ।