বড়লেখায় ৮ মামলার আসামি বাবুল গ্রেফতার
তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি
মৌলভীবাজারের বড়লেখায় সেনাবাহিনী ও পুলিশ উপজেলার চন্ডিনগর গ্রামে যৌথ অভিযান চালিয়ে চুরি-ডাকাতি, ছিনতাই, অপহরণসহ ৮ মামলার পলাতক আসামি বাবুল আহমদ রাজুকে (৩৫) নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে। মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। সে উপজেলার চন্ডিনগর বড়গুল গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে।
পুলিশ জানিয়েছে, বাবুল আহমদ রাজুর বিরুদ্ধে বড়লেখা, বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ থানায় ডাকাতি-চুরি, ছিনতাই, ব্যবসায়ি অপহরণসহ বিভিন্ন ঘটনায় ৮টি মামলা রয়েছে। এরমধ্যে দুটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। বাবুল দীর্ঘদিন ধরে পলাতক রয়েছে। সোমবার রাতে সেনাবাহিনী-পুলিশ যৌথভাবে তার বাড়িতে অভিযান চালায়। পালানোর চেষ্টা চালিয়েও শেষরক্ষা হয়নি তার।
থানার এস.আই আতাউর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বাবুলের বিরুদ্ধে বড়লেখাসহ বিভিন্ন থানায় আটটি মামলা রয়েছে। এরমধ্যে দুটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। সেনাবাহিনী-পুলিশের যৌথ অভিযানে চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।