নবীগঞ্জে খালেদা জিয়া ও আন্দোলনে নিহতদের জন্য দোয়া
মোঃ সাগর আহমেদ, নবীগঞ্জ প্রতিনিধি
বাংলাদেশ মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা ও রোগমুক্তি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থ্যতা কামনায় মহিলা দলের পক্ষ থেকে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০সেপ্টেম্বর) বিকেল ৪টায় নবীগঞ্জ উপজেলা মহিলা দলের সভাপতি সামেলা বেগম এর নিজ বাস ভবনে দোয়া অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া অনুষ্ঠানে সকলের প্রিয় নেত্রী ও আস্থাভাজন সামেলা বেগম এর সভাপতিত্তে ও কবিরুন বেগম এর পরিচালনায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি সভাপতি এড: ফাতেমা ইয়াসমিন, ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সৈয়দা লাভলী সুলতানা, জেলা মহিলা দলের সহ সভাপতি সংযুক্তা চৌধুরী, এছাড়াও আরো উপস্থিত ছিলেন, সালমা আক্তার, শাহ নূর, রিনা আক্তার, সালেহা বেগম, হাসেনা বেগম, তুহিন বেগম, সালমা বেগম, লালফুল বেগম, কবিরা বেগম, নেহারা বেগম, আফিয়া বেগম প্রমুখ ছাড়াও আরো অনেকেই উপস্থিত ছিলেন।