বড়লেখায় রক্তদান যুবসমাজ ফাউন্ডেশনের কমিটি গঠন
তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি
মৌলভীবাজারের বড়লেখায় স্বেচ্ছাসেবী সংগঠন রক্তদান যুবসমাজ ফাউন্ডেশনের কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে ফাউন্ডেশনের জরুরি সভায় স্থায়ী পরিষদের সর্বসম্মতিক্রমে আব্দুস সামাদ আজাদকে সভাপতি, জাহাঙ্গীর আলমকে সাধারণ সম্পাদক ও রাহিন আহমদকে সাংগঠনিক সম্পাদক করে ৪৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
সম্প্রতি সংগঠনের অফিসিয়াল প্যাডে কমিটির অনুমোদন দেন প্রধান উপদেষ্টা ও উপজেলা পরিষদের সদ্য সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফরহাদ হোসেন এবং প্রতিষ্ঠাতা আশরাফুল হাসান।
রক্তদান যুবসমাজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফরহাদ হোসেন ও প্রতিষ্ঠাতা আশরাফুল হাসান বলেন, ‘বাণীতে নয়, কর্মে করবো মানবতার জয়’ এ শ্লোগানকে সামনে রেখে ২০১৯ সাল থেকে আমাদের সংগঠন মানবিক কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করছে এবং অল্প সময়ে আমরা জনসাধারণের আস্থার প্রতিক হয়ে কার্যক্রম পরিচালনা করছি তাছাড়া সংগঠনের কার্যক্রম গতিশীল করতে উপজেলার তরুণ মেধাবীদের সমন্বয়ে আমরা ৪৩ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছি। আশা করি অতিথের মতো নবগঠিত কমিটি মানবিক কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করবে।