মেরিল-প্রথম আলো পুরস্কারে মনোনয়ন পেলেন ৮ অভিনেত্রী
দৈনিকসিলেট ডেস্ক :
মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৪-এর তারকা জরিপের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। প্রতিবারের মতো এবারও নাটক, চলচ্চিত্র, ওয়েব কনটেন্ট ও গানের শিল্পীদের ওপর এই ভোট কার্যক্রম হয়েছে। এই সাতটি বিভাগের প্রতিটি বিভাগ থেকে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত সেরা আটজনকে নির্ধারণ করা হয়েছে।
এই জরিপে ২০২৪ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত মুক্তিপ্রাপ্ত কাজের ওপর এই ভোট নেওয়া হয়েছে।
আগামী পর্ব জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত কাজের ভোট নেওয়া হবে ২০২৫ সালের জানুয়ারি মাসে। দুই পর্ব থেকে মনোনয়ন পাওয়ারা চূড়ান্ত মনোনয়নের জন্য লড়বেন।
এবারের মনোনয়ন পাওয়া সেরা অভিনেত্রী (টিভি নাটক, সীমিত দৈর্ঘ্যের কাহিনিচিত্র ডিজিটাল মাধ্যম, টিভি সিরিজ, ওয়েব সিরিজ)
কেয়া পায়েল–সুন্দরী
তানজিন তিশা–নরসুন্দরী
তানজিম সাইয়ারা তটিনী–ভিতরে বাহিরে
তাসনিয়া ফারিণ–স্মৃতিস্মারক
মেহজাবীন চৌধুরী–তিথিডোর
সাদিয়া আয়মান–তখন যখন
সাফা কবির–টিকিট
সাবিলা নূর–গোলাম মামুন