কলকি বাবা বড্ড কামেল


কলকি বাবা বড্ড কামেল
মিলে এমন হাজারে,
কলকি হাতে দেখবে তারে
গেলে দরগা, মাজারে।

কতো আশিক ভক্ত যে তার?
সঠিকভাবে কে জানে?
গাঁজাখোর কলকি বাবা
স্বর্গসুখী সুখটানে।

বাবার ঝোলায় কলকি থাকে
ঝোলা গাঁজার ভাণ্ড,
গাঁজার গন্ধ ভক্ত আনে
গাঁজাখুরি কী কাণ্ড?

গাঁজার টানে রাজা-উজির
ভুলায় মনের দুখ,
হুরপরিরাও কাছে এসে
দেয় নাকি সেই সুখ।

বাবার কাছে সবই আছে
বাবার তো নেই তুল,
শিষ্যরা তাই বুঝে নিল
বাবা-ই সুখের মূল।
ওরে বাবা-ই সুখের মূল
ওরে বাবা-ই সুখের মূল।।
——–
কুইন্স, নিউ ইয়র্ক, ইউএসএ

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন