খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চুনারুঘাট বিএনপির দোয়া মাহফিল
হবিগঞ্জ প্রতিনিধি
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সব শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে চুনারুঘাট উপজেলা বিএনপির উদ্যোগে পৌর শহরের দক্ষিণ বাসস্ট্যান্ডে দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মীর সিরাজ এর সভাপতিত্বে এক আলোচনাসভার আয়োজন করা হয়। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম সরকারের পরিচালনায় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি হুছাইন আলী রাজন, সাধারণ সম্পাদক মো: দিদার হোসেন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক বজলুর রশিদ, বিএনপি নেতা ফারুক উদ্দিন চৌধুরী, হাফিজ উজ্জামান বাদল, আব্দুল মুকিত, ৫নং ইউনিয়ন বিএনপির সভাপতি মো: জমরুত আলী, সিনিয়র সহ-সভাপতি সফিক মিয়া, আবু মিয়া, আব্দুর রউফ উস্তার, সাধারণ সম্পাদক নুরুল আমিন, কামরুল হাসান শামীম, হাবিবুল আলম, সৈয়দ মাহফুজ, আবু তাহের লিল মিয়া।
আলোচনাসভা শেষে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে মোনাজাত করেন উলামা দলের আহবায়ক আবুল কাসেম আব্দাল।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের আহবায়ক এডভোকেট মোজাম্মেল হক চৌধুরী, সিনিয়র যুগ্ম আহবায়ক সফিক মিয়া মহালদার, সদস্য সচিব কাউন্সিলর লুৎফুর রহমান জালাল, যুগ্ম আহবায়ক সৈয়দ আবু নাঈম হালিম, যুগ্ম আহবায়ক জামাল মিয়া, নাসির উদ্দীন, শায়েস্তাগঞ্জ আঞ্চলিক ইউনিট যুবদলের সদস্য সচিব অনু মিয়া । পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রফিক তালুকদার, সদস্য সচিব কামরুল হাসান মাসুম, যুগ্ম আহবায়ক সেলিম। উপজেলা ছাত্র দলের যুগ্ম আহবায়ক সাইফুল ছিদ্দিকী, যুগ্ম আহবায়ক ইমন মিয়া, পৌর ছাত্র দলের যুগ্ম আহবায়ক সৈয়দ কারুল হাসান পলেন, কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক কুতুব আলী মীর, কলেজ ছাত্র দলের যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল হ্নদয় সহ বিএনপি, ছাত্রদল, যুবদল সহ অঙ্গ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।