ইউপি চেয়ারম্যানের নৌপথে চাঁদাবাজি, শ্রমিকদের মানববন্ধন
কোম্পানীগঞ্জ প্রতিনিধি
সিলেটের কোম্পানীগঞ্জ ও সুনামগঞ্জের ছাতক উপজেলার মধ্যবর্তী পিয়াইন নদীর নৌপথে ছাতকের ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট সুফি আলম সোহেলের চাঁদাবাজি বন্ধের দাবিতে মানববন্ধন করেছে বালু শ্রমিকরা।
শুক্রবার বিকেল ৫টায় উপজেলার চাটিবহর এলাকায় কোম্পানীগঞ্জ উপজেলা বালু শ্রমিক সংগঠন এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে শ্রমিকনেতা কিতাব উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন আব্দুর রশিদ, আতাবুর, সগির আহমদ, রশিদ, কাইয়ুম উদ্দিন, কবির আহমদ, হাফেজ জামাল, সফিক প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, কোম্পানীগঞ্জ উপজেলায় সরকারি ইজারাকৃত পিয়াইন নদী বালুমহালের শেরপুর ও নিজগাঁও মৌজা এলাকার বালু শ্রমিকদের কাছ থেকে ছাতক উপজেলার ইসলামপুর ইউপির চেয়ারম্যান এডভোকেট সুফি আলম সোহেল ও তার বাহিনী ইউনিয়ন ট্যাক্সের নামে নৌকাপ্রতি ১ হাজার টাকা করে চাঁদা আদায় করে। কেউ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে নির্যাতন ও হয়রানিমূলক মামলা শিকার হয়। চেয়ারম্যানের নামে একাধিক চাদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। আওয়ামীলীগ সরকার পতনের পর থেকে তার চাদাবাজি আরো বহুগুণে বেড়ে গেছে। অনতিবিলম্বে চেয়ারম্যান সোহেলের চাঁদাবাজি বন্ধ করার জোর দাবি জানান।