সিলেটে সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফ উদ্দিন রতনকে সংবর্ধনা
দৈনিকসিলেট ডেস্ক :
সিলেট জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সাবেক নির্বাচিত সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপীল বিভাগের আইনজীবী অ্যাডভোকেট মো. সাইফ উদ্দিন রতনকে বাংলাদেশের সহকারী অ্যাটর্নি জেনারেল নিযুক্ত হওয়ায় বাংলাদেশ ল’ইয়ার্স ফ্রেন্ডশীপ সোসাইটির পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাতে সিলেট নগরীর একটি অভিযাত হোটেলে বাংলাদেশ ল’ইয়ার্স ফ্রেন্ডশীপ সোসাইটির সভাপতি অ্যাডভোকেট মখলিছুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেকের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এটিএম ফয়েজ উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ তাজ উদ্দিন, অ্যাডভোকেট কাওছার আহমেদ, অ্যাডভোকেট ছিদ্দিকুর রহমান, অ্যাডভোকেট ইকবাল আহমদ, অ্যাডভোকেট মো. মতিউর রহমান, শিক্ষক মো. আব্দুল করিম, অ্যাডভোকেট সৈয়দ শাহ জাহান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট জেলা শাখার ত্রাণ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. খোরশেদ আলম, অ্যাডভোকেট ফজল আহমদ চৌধুরী, অ্যাডভোকেট সালমান হোসেন, অ্যাডভোকেট মুন্না খান, অ্যাডভোকেট জয়া শ্রী দাশ জয়া, অ্যাডভোকেট সাইফুর রহমান, অ্যাডভোকেট সাইফুল ইসলাম তালুকদার, অ্যাডভোকেট সত্যজিৎ কুমার দাস, বি এম সালাম হোসেন, ব্যাংকার আশফাক আহমদ।
এসময় উপস্থিত ছিলেন, মো. ইকবাল হোসেন, শাহ আব্দুস সালাম, ইয়াংস্টার সমাজকল্যাণ সংস্থা’র উপদেষ্টা সাইদুর রহমান সাইদ, মো. লুৎফুর রহমান, আলা উদ্দিন, রানা মিয়া, রাকিব মিয়া, সুধাংশু মালাকার, রাজ কুমার দাস, আব্দুল হক রুমেন, নবী হোসেন, মাহমুদুর হোসেন লিটু, সাব্বির আহমদ, ভুপেন্দ্র বর্মন, আক্কাস আলী জুয়েল, সন্দীপ দাস, রেজাউল করিম প্রমুখ।১৪.০৯.২০২৪