শ্রীমঙ্গলে হোটেল থেকে আওয়ামী লীগ নেতা আটক
শ্রীমঙ্গল প্রতিনিধি
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬নং ওয়ার্ডের কাউন্সিলর (মুগদা এলাকা) ও আওয়ামীলীগ নেতা সিরাজুল ইসলাম শ্রীমঙ্গল হয়ে ভারতে পালানোর সময় একটি রিসোর্ট থেকে পুলিশ তাকে আটক করে।
শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে শ্রীমঙ্গল উপজেলার রাধানগর এলাকায় অবস্থিত দুই তারকা হোটেল প্যারাগন থেকে মৌলভীবাজার জেলার পুলিশ সুপার জাহাঙ্গীর হোসাইনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ আটকের বিষয়টি নিশ্চিত করেন।
মৌলভীবাজার জেলার পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন এর নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের বিভিন্ন ইউনিটের পুলিশ কর্মকর্তাবৃন্দ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন