খাজাঞ্চী ইউপি কমপ্লেক্স ভবন নির্মানের ভিত্তি স্থাপনের ফলক পুন:স্থাপন
বিশ্বনাথ প্রতিনিধি
সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মানের ভিত্তি স্থাপনের ফলক পুনঃ স্থাপন করা হয়েছে।
শনিবার (১৪ সেপ্টেম্বর)বিকেলে খাজাঞ্চী ষ্টেশন সংলগ্ন ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের পাশে এ ফলক পুনঃ স্থাপন করা হয়।
উল্লেখ্য, ২০০৪ সালের ২১ ফেব্রুয়ারি এই ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণে ভিত্তি স্থাপন করেন তৎকালীন সিলেট-২ (বিশ্বনাথ-বালাগঞ্জ) সংসদীয় আসনের সাবেক সাংসদ ও সাবেক কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী।
চলতি বছর ইউনিয়ন পরিষদ ভবনের মাঠে মাটি ভরাটের কারণে এ ফলকটি সমতল হয়ে যাওয়ায় এটি আরো উঁচু করে পুনঃ স্থাপন করে খাজাঞ্চী ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপি।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন