সাগরে মাছ ধরতে গিয়ে ৭০ জেলে নিখোঁজ
দৈনিকসিলেট ডেস্ক
নিম্নচাপের প্রভাবে সারাদেশে ভারি বর্ষণের সঙ্গে বঙ্গোপসাগর ও নদীগুলো উত্তাল হয়ে আছে। এ অবস্থায় লক্ষ্মীপুরের রামগতি থেকে সাগরে মাছ ধরতে গিয়ে ৪টি নৌকাসহ ৬০-৭০ জন নিখোঁজ রয়েছেন। এছাড়া, আরও একটি ডুবে গেলেও সেই নৌকায় থাকা ১৭ জন মাঝি ও জেলে প্রাণে বেঁচে যান। শনিবার (১৪ সেপ্টেম্বর) উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন রাত সাড়ে ৯টায় এ তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, রামগতি-হাতিয়ার কাছাকাছি স্থানে একটি বড় নৌকা ডুবে যায়। এতে থাকা ১৭ জন জেলে প্রাণে বেঁচে যায়। এছাড়া আরও ৪টি বড় নৌকা মাঝি ও জেলেসহ নিখোঁজ রয়েছে। তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। ৪টি নৌকায় প্রায় ৬০-৭০ জন রয়েছে।
রামগতি মাছ ঘাটের ব্যবসায়ী মো. হাসান, মফিজ মাঝি জানান, রামগতি-হাতিয়ার মাঝখানে গ্যাসফিল্ডের কাছে নৌকা ডুবে গেলে মাঝি ও জেলেরা (জাল মাছ) অন্য নৌকায় উঠে জীবন বাচাঁন। আরও ৪টি সাগরে মাছ ধরতে যাওয়া নৌকা নিখোঁজ রয়েছে। প্রায় ৬০-৭০ জন জেলের খোঁজ নেই। তাদের কারও সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না।
রামগতি উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন জানান, গতকাল থেকে টানা বৃষ্টি ও ভারিবর্ষণ হচ্ছে। এতে সাগরে বিপদসংকেত রয়েছে।