সিলেটে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ আটক ৪
দৈনিকসিলেট প্রতিবেদক
সিলেটের ওসমানীনগর থেকে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ ৪ জন মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। এসময় তাদের কাছ থেকে ২৮১ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ওসমানীনগর থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার কমলপুর গ্রামের মৃত মদ্দিস মিয়ার ছেলে শরিফুল আলম (২৬), একই থানার চন্ডিবাড়ী গ্রামের মৃত সোনা মিয়ার মেয়ে মোছা. আলিয়া খাতুন (৩৮), মিরারচর গ্রামের হারিস মিয়ার স্ত্রী রোজিনা আক্তার (৩৫) ও ভৈরব গ্রামের মৃত কুদ্দুস মিয়ার স্ত্রী হালিমা (৬৫)।
পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।