লিডিং ইউনিভার্সিতে ফুড এন্ড বেভারেজ ল্যাব উদ্বোধন
দৈনিকসিলেটডটকম
লিডিং ইউনিভার্সিটির ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীদের ব্যবহারের জন্য ‘রাগীব আলী ফুড এন্ড বেভারেজ ল্যাব’ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর ২০২৪) সকালে শিক্ষার্থীদের নিয়ে এই ল্যাবটি উদ্বোধন করেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী এবং ভাইস চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাই।
এসময় তাঁরা ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীদের ল্যাবটি পরিদর্শন করেন এবং তাদের কার্যক্রমে উৎসাহ প্রদান করেন। পরবর্তীতে দানবীর ড. সৈয়দ রাগীব আলী শিক্ষার্থীদের নিয়ে কেক কাটেন এবং শিক্ষার্থীরা কেক ও তাদের তৈরি বিভিন্ন খাবার উপস্থিত অতিথিদের পরিবেশন করেন। এসময় ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান মো. মাহবুবুর রহমান এবং শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভুঁইয়া, আধুনিক বিজ্ঞান অনুষদের ডিন রুমেল এভ.এস. রহমান পীর, ট্রাস্টি বোর্ড সদস্য দেওয়ান সাকিব আহমেদ, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ শাহানশাহ মুল্লা, পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ কবির আহমেদ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।