লাল শাপলাবিলে অবৈধভাবে মৎস্য শিকারের বিরুদ্ধে অভিযান
জৈন্তাপুর প্রতিনিধি
সিলেটের জৈন্তাপুরের অন্যতম পর্যটন স্পট ও দর্শনার্থীদের নিকট ব্যাপক জনপ্রিয় ডিবির হাওড় লাল শাপলাবিলে অবৈধভাবে মৎস্য সম্পদ শিকারের বিরুদ্ধে অভিযান চালায় উপজেলা প্রশাসন।
রবিবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয় আয়োজিত এই অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মিজ ফারজানা আক্তার লাবনী।
স্হানীয়দের মাঝে মৎস্য আইন মেনে চলতে উদ্বুদ্ধকরণ, খাল বিল ও হাওড়ে দেশীয় প্রজাতির মাছ রক্ষার অংশ হিসেবে পরিচালিত এই অভিযানে আরো উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য কর্মকর্তা অলিউর রহমান, জৈন্তাপুর ভুমি অফিসের সিও মোঃ ইকরামুল করিম, জৈন্তাপুর মডেল থানার উপ পরিদর্শক শামসুল আরেফিন জিহাদ সহ পুলিশের টিম ও জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি মইনুল মুরসালিন রুহেল সহ অন্যান্যরা।
পরে লাল শাপলা বিলের বিভিন্ন পয়েন্টে অবৈধভাবে পেতে রাখা ১০টি কারেন্ট জাল ও ২১টি ছোট বড় মাছ ধরার ফাঁদ জব্দ করা হয়। অভিযান শেষে জব্দ করা কারেন্ট জাল ও ফাঁদগুলোকে বিলের সন্নিকটে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়।
এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার ভুমি মিজ ফারজানা আক্তার লাবনী বলেন, লাল শাপলা বিল জৈন্তাপুর উপজেলার সৌন্দর্য ও সারা দেশের ভ্রমন পিপাসু মানুষদের নিকট পরিচিত। এই বিলে সব গুলো পয়েন্টে মৎস্য সম্পদ ও বিলের সৌন্দর্য রক্ষার যে বিধিমালা রয়েছে তা সকলকে মেনে চলতে হবে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।