সিগারেট নিয়ে দ্বন্দ্বে যুবক খুন
সুনামগঞ্জ প্রতিনিধি
সিগারেট চাওয়া নিয়ে দ্বন্দ্বে কুরবান আলী (২৮) নামে যুবককে বাঁশের আঘাতে হত্যার অভিযোগ উঠেছে।
রবিবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের কাইয়ারগাও গ্রামে ঘটে হৃদয়স্পর্শী এ ঘটনা।
মৃত কুরবান আলী ওই এলাকার ধন মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রবিবার বিকেলে কাইয়ারগাও এলাকায় বালুপাথর শ্রমিকরা খাবার খেয়ে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় বালু শ্রমিক কুরবান আলীর কাছে একই গ্রামের পণ্ডিত আলীর ছেলে আবেদীন সিগারেট চাইলে তিনি দিতে পারবেন না বলে জানান। কুরবাল আলী সিগারেট না দেওয়াতে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আবেদীন বাঁশ নিয়ে কুরবান আলীর মাথার পেছনে আঘাত করা মাত্র মাটিতে লুটিয়ে পড়েন তিনি ।
পরে কুরবান আলীকে উদ্ধার করে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আহাদ বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটিতে একজনের বাঁশের আঘাতে এমন ঘটনা ঘটেছে। এখনো নিহতের কেউ অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ওসি।