জাফলংয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস পালিত
গোয়াইনঘাট প্রতিনিধি
বিশ্বমানবতার মুক্তির দূত প্রিয়নবী হযরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও ওফাতের পুণ্যময় দিন হিসেবে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে যথাযোগ্য মর্যাদায় ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে জশনে জুলুস ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে র্যালিটি জাফলংয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দুপুরে জাফলংয়ের লাখেরপাড় হামিদা আলী বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জশনে জুলুসে অংশ নিয়ে দেশের বিভিন্ন মাজারে হামলার প্রতিবাদ জানিয়ে সারা বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি কামনা করেন মুসল্লিরা।
পরে ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.) এর জীবন এবং কর্ম সম্পর্কে আলোকপাত শেষে দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত করা হয়।
নাতে রাসুল, দরুদ সালাম এবং নারায়ে রিসালাত স্লোগানে স্লোগানে মুখর ছিল। মুক্তির দিশারী বিশ্বনবী হজরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণেই বিশাল এ আয়োজন।
এতে ইউনিয়নের বিভিন্ন এলাকার হাজারো ধর্মপ্রাণ মুসলমানরা জশনে জুলুসে অংশগ্রহণ করেন।
পবিত্র ঈদ এ মিলাদুন্নবী উদযাপন কমিটির সভাপতি হাজী মো. হোসেন মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা নাছির উদ্দিন রিজবী’র পরিচালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন,
বিশিষ্ট মুরুব্বী বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন সুরুজ, ছৈলাখেল কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা বশির বিন আব্দুল আজিজ, উদযাপন কমিটির সহসভাপতি মহর মেম্বারসহ মুসল্লীরা।