ভারত সিরিজে যেসব রেকর্ডের দ্বারপ্রান্তে টাইগাররা
দৈনিকসিলেট ডেস্ক :
ভারতের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটির ভেন্যু চেন্নাইয়ে ইতোমধ্যেই পৌঁছে গিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে প্রথম টেস্ট শুরু হবে। আর ২৭ সেপ্টেম্বর থেকে কানপুরে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। তবে টেস্ট সিরিজের আগে বেশ কিছু মাইলফলকের সামনে দাঁড়িয়ে টাইগাররা।
পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর প্রথমবারের মতো বড় সংস্করণে ভারতকে হারানোর ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশ।
টেস্ট ফরম্যাটে এখনও ভারত ও দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারেনি বাংলাদেশ। ভারতের বিপক্ষে ১৩ টেস্ট খেলে ১১টিতে হার এবং দুটি টেস্ট ড্র করে টাইগাররা। ড্র হওয়া টেস্ট দুটির বেশিরভাগ সময় বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। নয়তো ওই দুই ম্যাচও হারতো টাইগাররা।
এই সিরিজ দিয়ে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের সুযোগ বাংলাদেশের সামনে। ইতোমধ্যে ৯টি দেশের বিপক্ষে টেস্ট জিতেছে টাইগাররা। ভারতকে হারাতে পারলে বাংলাদেশের জয়ের সংখ্যা দুই অঙ্কে পা দেবে।
তিন ফরম্যাট মিলিয়ে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান স্পর্শ করতে ৯ রান দূরে দলের নির্ভরযোগ্য ব্যাটার মুশফিকুর রহিম। এক্ষেত্রে শীর্ষে আছে গত বছর থেকে ক্রিকেট থেকে দূরে থাকা ওপেনার তামিম ইকবাল। তার রান ১৫ হাজার ১৯২। আর মুশফিকের রান ১৫ হাজার ১৮৪। দারুণ ছন্দে থাকায় ভারতের বিপক্ষে প্রথম টেস্টেই তামিমের রেকর্ড দখলে নেওয়ার সুবর্ণ সুযোগ মুশফিকের সামনে।
সাকিব আল হাসানের পর বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে টেস্টে ২শ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করার সুযোগ বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলামের। এজন্য ৫ উইকেট প্রয়োজন তার। পাকিস্তান সিরিজেই এই রেকর্ড স্পর্শ করার সুযোগ ছিল। কিন্তু টিম কম্বিনেশনের কারণে কোন ম্যাচেই খেলার সুযোগ পাননি তাইজুল।
ভারতের বিপক্ষে সিরিজে ৭ উইকেট শিকার করলেই বাংলাদেশের চতুর্থ বোলার হিসেবে তিন ফরম্যাট মিলিয়ে ৩শ উইকেটের মালিক হবেন মেহেদি হাসান মিরাজ। এই তালিকায় সবার উপরে আছেন সাকিব। তার শিকার ৭০৮ উইকেট। পরের দুটি স্থানে আছেন মাশরাফী বিন মর্তুজা ও মোস্তাফিজুর রহমান। মাশরাফী ৩৮৯ ও মোস্তাফিজ ৩২৩ উইকেট শিকার করেছেন।