ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র্যালি নির্বিঘ্নে করতে বড়লেখায় সড়কে নিসচার শৃঙ্খলা
তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে বড়লেখা পৌর শহরে মুবারক র্যালি নির্বিঘ্নে করতে প্রতিবারের মতো এবারও জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখা জনস্বার্থে সড়কে শৃঙ্খলা কার্যক্রম পরিচালনা করেছে।
পৌর শহরের উত্তর চৌমুহনী থেকে মুবারক র্যালিটি অনুষ্ঠিত হয়। এসময় সড়কে শৃঙ্খলার কার্যক্রম করে ট্রাফিক পুলিশ ও নিসচা বড়লেখা শাখার সহ-সভাপতি আব্দুল আজিজ, দপ্তর সম্পাদক এনাম উদ্দিন, যুব বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান জিল্লুর, কার্যকরী কমিটির সিনিয়র সদস্য জমির উদ্দিন, আব্দুল হামিদ, জাকারিয়া আহমদ, শাহাব উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দরা।
নিসচা নেতৃবৃন্দরা বলেন, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে পৌর শহরে বিশাল মুবারক র্যালি অনুষ্ঠিত হয়। যাতে জনসাধারণের কোনরকম বিঘ্ন না ঘটে সেদিক চিন্তা করে আমরা প্রতিবারের মতো এবারো র্যালিটি নির্বিঘ্ন করতে জনস্বার্থে সড়ক শৃঙ্খলা কার্যক্রম পরিচালনা করি। আমাদের সাথে ট্রাফিক পুলিশের কার্যক্রমও ছিলো প্রশংসনীয় তাছাড়া আমাদের প্রতি জনসাধারণের ভালোবাসা ও সহযোগিতা জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।