সুনামগঞ্জ সীমান্তে চোরাচালান দমনে সভা
রাজু আহমেদ রমজান, সুনামগঞ্জ
সীমান্তে অনাকাঙ্খিত ঘটনা প্রতিরোধ, চোরাচালান, নারী ও শিশু পাচার এবং অবৈধ অনুপ্রবেশ বন্ধে সচেতনতামূলক সভা করেছে বিজিবি। সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার সীমান্তবর্তী ধনপুর ঈদগাহ মাঠে মঙ্গলবার দুপুরে এ সভা অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ বিজিবি ব্যাটালিয়ন-২৮ এর উদ্যোগে আয়োজিত সভায় পুলিশ প্রশাসন, বিজিবি কর্মকর্তা ও স্থানীয় বাসিন্দাগণ উপস্থিত ছিলেন।
বিজিবি সিলেট সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সীমান্তে অনাকাঙ্খিত মৃত্যু একটি পরিবারকে নিঃস্ব করে দেয়। দরিদ্র মানুষজন যাতে অবৈধভাবে সীমান্ত অতিক্রম না করেন সে জন্য জনসচেতনতা বাড়াতে হবে। সীমান্তে চোরাচালনে গুটিকয়েক মানুষ জড়িত। তাদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে কেউ ছাড় পাবে না। সবার চেষ্টায় চোরাচালান শূন্যের কোটা নামিয়ে আনা সম্ভব জানিয়ে তিনি বলেন, সীমান্তে চোরাচালানে যুক্তদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে বিজিবি সহায়তা করবে। যাদের যা প্রয়োজন জাল, বীজ, ছোট দোকান, সেলাই মেশিন দেওয়া হবে। তিনি বলেন, সুনামগঞ্জে বিজিরি প্রায় চারশ সদস্য বাড়ানো হয়েছে। সীমান্তে টহল বেড়েছে। এরপরও অনেকেই ঝুঁকি নিয়ে সীমান্ত অতিক্রম করেন। এতে অনেকের জীবন বিপন্ন হয়ে পড়ে। এটা বন্ধ করতে হবে। চোরাচালান প্রতিরোধে স্থানীয় মানুষদের দায়িত্ব আছে উল্লেখ্য করে বিজিবির এই কর্মকর্তা বলেন, বিজিবি, প্রশাসন, পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করলে, মানুষ সচেতন হলে চোরাচালান কমে আসবে। অনেকেই গবাদিপশু আনার চেষ্টা করেন। কিন্তু আমাদের দেশ গবাদিপশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ।
সুনামগঞ্জ বিজিবি ব্যাটালিয়ন-২৮ এর সহকারী পরিচালক রফিকুল ইসলামের পরিচালনায় ব্যাটালিয়ন-২৮ এর অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির, বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মফিজুর রহমান, বিশ্বম্ভরপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রাজ্জাক, ধনপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাও আবদুল হালিম, ধনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল হোসেন প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সভা শেষে বিজিবির উদ্যোগে বিনামূল্যে স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্যসেবা ও ওষুধ প্রদান করা হয়।