প্রশাসন হবে জনগণের কল্যানের জন্য: ডিসি ফরিদুর রহমান
নুর উদ্দিন সুমন, হবিগঞ্জ
হবিগঞ্জের নবাগত জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমান বলেছেন, আমি ক্লিন প্রশাসন তৈরী করতে চাই। যেখানে থাকবেনা কোন বৈষম্য, দূর্নীতি আর অনিয়ম। প্রশাসন হবে জনগণের কল্যানের জন্য। কোথাও যদি কোন ধরণের দূর্নীতির কোন তথ্য পান তাহলে সাথে সাথে আমাকে অবগত করবেন। আমি তৎক্ষনাত প্রয়োজনীয় ব্যবস্থা নিব।
তিনি বুধবার (১৮ সেপ্টম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে একথা বলেন।
তিনি আরও বলেন, ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে দেশে একটি পরিবর্তন এসেছে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে সেই অর্জন ধরে রাখতে হবে। বর্তমানে যারা দেশকে এগিয়ে নিয়ে যেতে চায়না তারাই মাজারসহ বিভিন্ন স্থাপনায় ভাংচুর করছে। তাই এই অশুভ শক্তিকে আমাদের প্রতিহত করতে হবে।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক প্রভাংশু সোম মহান, প্রেসক্লাব সভাপতি রাসেল চৌধুরী, সাবেক সভাপতি এড. মনসুর উদ্দিন ইকবাল, মোহাম্মদ নাহিজ, মোহাম্মদ শাবান মিয়া, সাধারণ সম্পাদক মো: পাবেল খান চৌধুরী, অনলাইন প্রেসক্লাবের সভাপতি এসএম খোকন, সাধারণ সম্পাদক সাইফুদ্দিন জাবেদ সহ আরো অনেকেই ।