পরিবারের উপার্জনের শেষ সম্বল চুরি
মোঃ আব্দুল করিম মিন্টু, কুলাউড়া প্রতিনিধি
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ১০নং হাজীপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের রজনপুর গ্রামের হতদরিদ্র সি এনজি চালক মোঃ আবুল কালামের গতকাল রাত আনুমানিক সাড়ে ৩টায় পাবই রেলগেইট বাজার থেকে সিএনজি মৌলভীবাজার থ-১১-৭৩০৩ বাজার এর গ্যারেজ থেকে ডাকাতি করে নিয়ে যায় ডাকতরা।
উল্লেখ্য, কালাম মিয়ার ৫ সদস্য বিশিষ্ট পরিবারের একমাত্র উপার্জনের মাধ্যম ছিলো এই গাড়ীটি, একমাত্র উপার্জনের মাধ্যম টি হারিয়ে দিশে হারা কালাম মিয়া ও তার পরিবার।
এসময় দৈনিকসিলেটের সাথে আলাপকালে কালাম মিয়ার ছোট ভাই সিএনজি চালক বলেন, আমার ভাই গাড়ীটা কিস্তিতে ক্রয় করে এখনো কিস্তিটা পরিশোধ হয় নাই, এই গাড়ির আয়ে প্রতিমাসে ২০-২৫ হাজার টাকার কিস্তি ও ছেলে মেয়েদের লেখাপড়া ও পরিবার চলে। গাড়ীটি ডাকাতি হওয়ার পর থেকে আমরা বিভিন্ন জায়গায় গেয়েছি খোঁজ খবর নিয়েছি কোথাও পাই নি। আমার ভাইসহ পরিবারের সবাই দিশেহারা, গাড়িটির খোঁজ পেলে নিম্ন লিখিত 01719577245 এই নাম্বারে যোগাযোগ করার জন্য সকলকে অনুরোধ জানাচ্ছি।