মধ্যনগরে পূর্ব শত্রুতার জেরে অন্ত: সত্ত্বানারীসহ স্বামীর উপর হামলা
এএম স্বপন জাহান, মধ্যনগর প্রতিনিধি
সুনামগঞ্জের মধ্যনগরে পূর্ব শত্রুতার জের ধরে স্বামী ও অন্তঃসত্ত্বা নারী কে মারধরের অভিযোগ উঠেছে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের ২নং ওয়ার্ড তেলিগাও গ্রামের শহীদ মিয়া নামে একজন বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ করেন।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৬ সেপ্টেম্বর সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের নতুনবাজার এলাকায় শহীদ মিয়া পৌঁছামাত্র নুর মিয়ার নেতৃত্বে কয়েকজন লোক হামলা করে।খবর শুনে বাদী শহীদ মিয়ার অন্ত:স্বত্ত্বা স্ত্রী এগিয়ে আসলে রাস্তা অবরোধ করে তাকেও আক্রমণ করে।একপর্যায়ে স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধার করে বর্তমানে পাশ্ববর্তী উপজেলা কলমাকান্দা উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
আহতের ভাই শরিফ আহমেদ সজিব বলেন, পূর্ব শত্রুতার জের ধরে ও শুধু বিএনপি করার দায়ে এমন নৃশংস হামলা চালিয়ে তাদেরকে আহত করা হয়েছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
মধ্যনগর থানার অফিসার ইনচার্জ এমরান হোসেন জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি, ঘটনাস্থলে গিয়ে তদন্ত অফিসার তদন্ত করে এসেছে।তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।