বিশ্বসেরা গবেষকের তালিকায় শাবিপ্রবির ৫ গবেষক
দৈনিকসিলেট ডটকম
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞান গবেষকের তালিকায় স্থান পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ৫ গবেষক।
মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এবং নেদারল্যান্ডসভিত্তিক বিশ্বের প্রথম সারির চিকিৎসা ও বিজ্ঞানবিষয়ক নিবন্ধ প্রকাশনা সংস্থা ‘এলসেভিয়ার’-এর সমন্বিত জরিপে গত ১৬ সেপ্টেম্বর এ তালিকা প্রকাশ করা হয়।
বিশ্বসেরা শাবিপ্রবির ৫ জন গবেষকের মধ্যে ৪ জন শিক্ষক ও ১ জন শিক্ষার্থী রয়েছেন। তারা হলেন বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি এবং মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক ড. নুরশাদ আলী, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আবদুস সুবহান, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং পলিমার সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম, ফরেস্ট্রি এবং পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান। শিক্ষার্থী হিসেবে বিশ্বসেরা গবেষকের তালিকায় আছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের ২০১৬-১৭ সেশনের ছাত্র ইউশা আরাফ।
প্রথমবারের মতো শাবিপ্রবির শিক্ষার্থী হিসেবে ইউশা আরাফ তালিকায় স্থান পেয়েছেন। বর্তমানে তিনি নিউজিল্যান্ডের অকল্যান্ড বিশ্ববিদ্যালয়ে বায়োমেডিকেল সায়েন্সে পিএইচডি করতে যাচ্ছেন, যা নভেম্বরে শুরু করবেন। তার নামের পাশে ইতোমধ্যেই ২ হাজার ২৬৩টি সাইটেশন রয়েছে, যা তার বয়সে একটি অসাধারণ সাফল্য। তিনি সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের নিরস্ত্রীকরণ বিভাগে ফেলো হিসেবে কাজ করেছেন এবং তার বৈজ্ঞানিক অবদান বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছে। ইউশা শাবিপ্রবি থেকে স্নাতক সম্পন্ন করার পর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পোস্ট গ্রাজুয়েশন শেষ করেন।
জানা যায়, বিশ্বসেরা ২ শতাংশের এ তালিকায় বাংলাদেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ২০৫ জন গবেষক স্থান করে নিয়েছেন।