বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহ এর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যারা
তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি
মৌলভীবাজারের বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ এর উপজেলা পর্যায়ে প্রাথমিকের প্রতিযোগিতায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছেন কাঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিক বিলকিস পারভীন। শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন এমএইচএস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার চৌধুরী। শ্রেষ্ঠ সহকারি শিক্ষক নির্বাচিত হয়েছেন খুটাউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. নাজিম উদ্দিন, শ্রেষ্ঠ সহকারি শিক্ষিকা নির্বাচিত হয়েছেন ষাটমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা সুমি বেগম এবং গাজিটেকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সামছুল ইসলাম শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হয়েছেন।
এদিকে উপজেলার মধ্যে শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছে ষাটমা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।
মঙ্গলবার উপজেলা শিক্ষা কমিটির সভাপতি ও ইউএনও নাজরাতুন নাঈম এবং সদস্য সচিব ও উপজেলা শিক্ষা অফিসার কেএম জোবায়ের আলম প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করেন।