মেয়ের মাথায় সিসিটিভি ক্যামেরা লাগালেন বাবা
দৈনিকসিলেটডেস্ক
নারী নিরাপত্তা বিষয়টি গোটা বিশ্বেই খুব নড়বড়ে। কোথাও নারীরা খুব নিরাপদ নয়। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে নারীদের নিরাপত্তার বিষয়টি বরাবরই আলোচিত বিষয়। এবার পাকিস্তানের এক বাবা ঘটালেন এক অদ্ভুত কাণ্ড। যদিও সেই কাণ্ডকে খুব একটা অযৌক্তিক বলার উপায় নাই।
মেয়ের নিরাপত্তা নিশ্চিত করতে ও তার চলাচলের ওপর নজর রাখতেই পাকিস্তানের ওই বাবা মেয়ের মাথায় সিসিটিভি ক্যামেরা বসিয়েছেন। আর সেটি মাথায় নিয়েই ওই তরুণী চলাফেরা করছেন।
এ ঘটনা নিয়ে এক সাক্ষাৎকারে ওই তরুণী বলেছেন, বাবা তাঁর চলাফেরার ওপর নজর রাখতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে এটা করেছেন। কারও কারও কাছে এটা বাড়াবাড়ি মনে হলেও বাবার সিদ্ধান্ত নিয়ে তাঁর কোনো আপত্তি নেই।
সম্প্রতি পাকিস্তানের করাচিতে এক নারীকে নৃশংসভাবে হত্যা করা হয়। ওই ঘটনার পর বাবা তার মেয়ের সুরক্ষায় এ উদ্যোগ নেন। ওই তরুণী বলেছেন, “আমাকে রক্ষা করার জন্য, আমার বাবা-মা এই উদ্ভাবনী ধারণার কথা ভেবেছিলেন।’
তিনি আরও উল্লেখ করেছেন, ঘটনাটি একটি কঠোর অনুস্মারক হিসাবে কাজ করে যে নিরাপত্তা উদ্বেগ বিরাজ করছে এবং সম্ভাব্য বিপদ থেকে কেউ সম্পূর্ণ নিরাপদ নয়।