কমলগঞ্জে রাস্তা সংস্কারের দাবীতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
মোঃ মালিক মিয়া, কমলগঞ্জ প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জে দ্রুত রাস্তা সংস্কারের দাবীতে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকাল সাড়ে তিনটায় কমলগঞ্জ-কুরমাঘাট রাস্তা দ্রুত সংস্কারের দাবীতে এ রাস্তার ঘোড়ামারা অংশে এ অবস্থান কর্মসূচিতে বিএফ শাহীন কলেজ, কমলগঞ্জ সরকারি গণ মহাবিদ্যালয়, সিলেট পলিটেকনিকেল কলেজ, আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজ, সুজা মেমোরিয়াল কলেজসহ বিভিন্ন কলেজের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
এসময় শিক্ষার্থী আল আমিন সোহাগ, এহসানুল করিম, আরিয়ান আহমেদ, রাজদ্বীপ অধিকারী প্রমুখ বক্তব্য রাখেন।
তারা শিক্ষার্থীসহ জনসাধারণের ভোগান্তি লাঘবে দ্রুত রাস্তা সংস্কারের দাবী জানান। শিক্ষার্থী অভয় সিংহ বলেন, এ দাবীতে প্রয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি দেওয়া হবে।