ভারতের মাটিতে জাকির-সাদমানের রেকর্ড
দৈনিকসিলেট ডেস্ক
লক্ষ্যটা বিশাল, ৫১৫ রানের। চোখ রাঙাচ্ছে বড় হার। প্রথম ইনিংসের ব্যাটিং ব্যর্থতা বাড়িয়ে চিন্তাও। তবে চেন্নাইয়ে দ্বিতীয় ইনিংসে শুরুটা দুর্দান্ত করেছে বাংলাদেশ। ভারতের মাটিতে ওপেনিং জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন দুজন। রানের সংখ্যাটা মাত্র ৩৯।
এর আগে ভারতের মাটিতে তিনটি টেস্ট খেলে বাংলাদেশ। ৬ ইনিংসে ওপেনিং জুটিতে সর্বোচ্চ স্কোর ছিল তামিম ইকবাল-সৌম্য সরকারের ৩৮ রান। ২০১৭ সালে হায়দরাবাদে এই রেকর্ড গড়েছিলেন দুই ব্যাটার। এবার তাদের পেছনে ফেলে নতুন রেকর্ড গড়েছেন জাকির হাসান ও সাদমান ইসলাম।
ইনিংসের ১৭তম ওভারে দলীয় ৬২ রানে জসপ্রিত বুমরার শিকার হন জাকির হাসান (৩৩)। ফলে ভারতের মাটিতে ওপেনিং জুটিতে সর্বোচ্চ রান এখন ৬২।
৫১৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ওয়ানডে মেজাজে ব্যাটিং করেন দুই ওপেনার। চা বিরতির আগে ১৩ ওভারে জাকির-সাদমান মিলে তুলেছেন ৫৬ রান। ভারতের মাটিতে প্রথমবারের মতো ওপেনিং জুটিতে পঞ্চাশোর্ধ্ব রান করল বাংলাদেশ দল।
এ ছাড়া সব মিলিয়ে ওপেনিং জুটিতে এটি তৃতীয় পঞ্চাশোর্ধ্ব জুটি। প্রথমবার ২০১০ সালে চট্টগ্রাম টেস্টে তামিম ইকবাল এবং ইমরুল কায়েস খেলেছিলেন ৫৩ রানের জুটি। তবে ভারতের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ রানের ওপেনিং জুটির রেকর্ড নাজমুল হোসেন শান্ত ও জাকির হাসানের দখলে। ২০২২ সালে চট্টগ্রাম টেস্টে দুজনে মিলে করেছিলেন ১২৪ রান।
এর আগে তৃতীয় দিনের শুরু থেকেই বাংলাদেশের ওপর চড়াও হয়েছিলেন ভারতের দুই ব্যাটার ঋষভ পান্ত এবং শুভমান গিল। প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে শূন্য করে পরের ইনিংসে ১০০ করেছেন গিল। আর পান্তের সেঞ্চুরি এসেছে দেড় বছরের বিরতি দিয়ে ফিরে আসার প্রথম ম্যাচেই।
শেষ পর্যন্ত ভারত ইনিংস ডিক্লেয়ার করে ২৮৭ রানে। তাতেই বাংলাদেশের সামনে টার্গেট হয় ৫১৫ রান।