জামালগঞ্জ থানার ওসির বিদায় ও নবাগত ওসির বরণ অনুষ্ঠান
মো. বায়েজীদ বিন ওয়াহিদ, জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জ থানার বিদায়ী অফিসার ইনচার্জ দিলীপ কুমার দাসের বিদায় ও নবাগত শ.ম কামাল হোসাইনকে বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিদায়কালে তার সহকর্মী ও বক্তারা বলেন, সদ্য বিদায়ী ওসি দিলীপ কুমার দাস মানবিক ওসি হিসেবে সর্বমহলে পরিচিতি পেয়েছেন। তিনি জামালগঞ্জ থানায় ১ বছর ১ মাস সুনাম ও দক্ষতার সহিত দায়িত্ব পালন করেছেন। বিশেষ করে জামালগঞ্জের সাংবাদিকদের সাথে এক ধরনের সেতু বন্ধন সৃষ্টি করেছিলেন। পেশাদার দায়িত্বে কোনো সাংবাদিক যোগাযোগ করলে তাৎক্ষণিক মুহুর্তে সব ধরনের তথ্য দিয়ে সহযোগীতা করেছেন। তার সময়কালে জামালগঞ্জ থানার দরজা সকলের জন্য উন্মুক্ত ছিলো। কেউ কোনো জিডি কিংবা আইনের আশ্রয় নিতে গেলে তিনি নিরাশ করেননি। আইনের মধ্যে যতটুকু সহযোগিতা দরকার তিনি ততটুকু করেছেন। বিগত আগষ্টে ছাত্র জনতার আন্দোলনে ৪ এবং ৫ তারিখে ওসির কর্মকান্ডে মানবিক ও দক্ষ পুলিশ অফিসার হিসেবে সকলেই আখ্যায়িত করেছেন।
গত ১৭ সেপ্টেম্বর বদলীর আদেশ জানার সাথে সাথে জামালগঞ্জের সুশীল সমাজ, রাজনৈতিক ব্যাক্তিবর্গ ও সাংবাদিক সমাজসহ সকলের মধ্যেই হতাশার ছাপ পড়েছে। মন থেকে কেউই বিদায় দিতে চাননা। কিন্তু সরকারি আইনে বাধ্যবাধকতা আছে বলেই বিদায় নিতে হচ্ছে। । দিলীপ কুমার দাসের বিদায়ে তিনি নিজেও কেঁদেছেন সবাইকে কাঁদিয়েছেন।
শনিবার সকালে ওসি দিলীপ কুমার দাসের বিদায় ও নবাগত ওসি শ.ম কামাল হোসেনের বরণ অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্বে ছিলেন, জামালগঞ্জ থানার সেকেন্ড অফিসার মো. জিন্নাতুল ইসলাম। এসময় বক্তব্য রাখেন, ফেনারবাঁক ইউনিয়ন চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার, সাচনাবাজার ইউনিয়ন চেয়ারম্যান মাসুক মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালিক, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তী, পূজা উদযাপন পরিষদের সভাপতি সমরেন্দ্র আচার্য শম্ভু, সাধারণ সম্পাদক অজিত কুমার রায়, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, দারুস সুন্নাহ মাদ্রাসার পরিচালক আলতাফুর রহমান, এস আই আলমগীর হোসেন, শামীম আহমেদ, এএসআই সুমন চন্দ্র গোপ, সিপাহী শাহরিয়ার কবির প্রমূখ।
এসময় আরও উপস্থিত ছিলেন, জামালগঞ্জ সংবাদের সম্পাদক ও প্রকাশক অঞ্জন পুরকায়স্থ, প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তর প্রতিনিধি হাবিবুর রহমান, সাবেক সভাপতি ওয়ালী উল্ল্যাহ সরকার, জামালগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি নাজিম উদ্দীন,উপজেলা যুবদলের আহবায়ক মোজাম্মেল হক স্বপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওয়াহিদ তালুকদার প্রমূখ।