তাহিরপুরে বজ্রপাতে দুই নৌ শ্রমিক আহত
তাহিরপুর প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুরে বজ্রপাতে সিরাজ মিয়া (৩৩) ও সুজন মিয়া (২৭) নামে দুই নৌ শ্রমিক আহত হয়েছে। তারা উপজেলার বালিজুড়ি ইউনিয়নের দক্ষিকূল গ্রামের আনফর আলীর ছেলে ও তারা দুজন সম্পর্কে আপন দুই ভাই।
শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের কামারকান্দি গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীতে ঘটনা ঘটে।বজ্রপাতে আহতরা নৌকা দিয়ে চুনাপাথর পরিবহনের কাজ করে।
বালিজুরী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও দক্ষিণকূল গ্রামের বাসিন্দা বাবুল মিয়া জানান,বাগলি শুল্ক স্টেশন থেকে চুনাপাথর আনোয়ারপুর নিয়ে আসার পথে কামারকান্দি গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীতে বজ্রপাতে আহত হয় দুই ভাই। আহত অবস্থায় উদ্ধার করে পরিবারের লোকজন সুজন মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে ও সিরাজ মিয়া প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে নিয়ে যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও ডাক্তার মির্জা রিয়াদ হাসান জানান,বজ্রপাতে আহত সুজন মিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।