সিলেট জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক শাহীনকে ফুলেল শুভেচ্ছা
দৈনিকসিলেট ডেস্ক
সদ্য ঘোষিত সিলেট জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক আবু সাঈদ শাহীন ও জেলা যুবদলের সহ-বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রেহান আহমদ কামরানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সিলেট সদর উপজেলা যুবদল ও খাদিমনগর ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ।
শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন, সিলেট সদর উপজেলা যুবদল নেতা রাজন আহমদ রাজু, নজরুল ইসলাম রনি, দিলোয়ার হোসেন, ফয়জুল হক, আজাদ মুন্সি গোলাম রাব্বানী, খাদিমনগর যুবদল নেতা ফরিদ আহমদ, মাজহারুল ইসলাম কামিল, মোবারক হোসেন, মাসুম আহমদ, মো. আনোয়ার হোসেন, আবু তাহের, তামিম আহমদ প্রমুখ।
উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন স্বাক্ষরিত সিলেট জেলা যুবদলের ২৯১ সদস্য বিশিষ্ট কমিটির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।