জৈন্তাপুর ও কানাইঘাটে বজ্রপাতে ৪ জনের মৃত্যু
দৈনিকসিলেটডেস্ক
সিলেটে বজ্রপাতে একদিনে চারজনের মৃত্যু হয়েছে। শনিবার পৃথক ঘটনায় তাদের মৃত্যু হয়। এদের মধ্যে জেলার জৈন্তাপুর উপজেলায় দুজন ও কানাইঘাট উপজেলায় দুজন মারা গেছেন। এছাড়াও বজ্রপাতে একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
নিহতরা হলেন, জৈন্তাপুর ইউনিয়নের আগফৌদ গ্রামের নূরুল হকের ছেলে নাহিদ আহমদ (১৩), একই ইউনিয়নের ভিত্রিখেল ববরবন্দ গ্রামের কালা মিয়ার ছেলে আব্দুল মান্নান মনই (৪৫), কানাইঘাট উপজেলার কেউটিহাওর এলাকার জমশেদ আলীর ছেলে মাসুক উদ্দিন ওরফে কালা মিয়া (৪০) ও কানাইঘাট পৌরসভার উত্তর দলইরমাঠি (খেলুরবন) গ্রামের তোতা মিয়ার ছেলে নুর উদ্দীন (৬০)।
স্থানীয় সূত্র জানায়, বিকেল ৪টার দিকে বজ্রবৃষ্টির সময় কানাইঘাট পৌরসভার উত্তর দলইরমাঠি (খেলুরবন) গ্রামের ক্ষেতের মাঠে মাছ ধরতে নুর উদ্দিনসহ কয়েকজন। এসময় প্রচণ্ড শব্দের বজ্রাঘাতে নুর উদ্দিন মারা যান। এ ঘটনায় নুর উদ্দিনের সঙ্গে থাকা আরও চারজন আহত হন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, ‘বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। নিহতদের মধ্যে কালা মিয়ার পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, ‘বজ্রপাতে মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে মরদেহ দুটি উদ্ধার করেছে।’