সিলেট জেলা যুবদলের সহ-সম্পাদক নির্বাচিত বিয়ানীবাজারের সাজ্জাদ
দৈনিকসিলেট ডেস্ক :
সিলেট জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এই কমিটি অনুমোদন দেন। পূর্ণাঙ্গ কমিটিতে এডভোকেট মোমিনুল ইসলাম মুমিনকে সভাপতি, মকসুদ আহমদকে সাধারণ সম্পাদক ও মাসরুর রাসেলকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। এছাড়াও কমিটিতে সহ সাধারন সম্পাদক করা হয়েছে বিয়ানীবাজারের সাবেক সিলেট জেলা ছাত্রদল নেতা সাজ্জাদুর রহমান ।
সাজ্জাদুর রহমান সহ-সাধারন সম্পাদক পদ পাওয়ায় অত্যান্ত আনন্দিত। তিনি দলের কার্যক্রমে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করবেন বলে আশা ব্যক্ত করেন। তিনি বলেন, দীর্ঘ দিন আওয়ামী লীগের নির্যাতন, নীপিড়নে আমরা অতিষ্ঠিত ছিলাম। মামলা হামলা ভয়ে রাতে বাড়ীতে ঘুমাতে পারিনি। এখন সুদিন এসেছে দল আমাকে মূল্যায়ন করেছে। আমি দেশনায়ক তারেক রহমান ও কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিত সহ যুবদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।