শাহ আজম (রহ.) হিফজুল মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী ও এশকে মোস্তফা সম্পন্ন
মোঃ মালিক মিয়া, কমলগঞ্জ প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জ পৌর সভাধীন হযরত শাহ্ আজম রহ. হিফজুল কোরআন দরগাহ্ মডেল মাদ্রাসায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে এশকে মোস্তফা ও দোয়া মাহফিল শনিবার (২১) সেপ্টেম্বর দুপুরে মাদ্রাসা কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।
মাহফিলে অংশ নেন মাওলানা মুফতি শাহ্ মো. মোজাহিদ আলী আজমী, হিফজ শাখার প্রধান শিক্ষক হাফিজ ক্বারী নুরুল ইসলাম, আলোচক গন আলোচনায় বলেন আল্লাহ তাআলা প্রিয় নবী (সঃ) এই জগতে তাশরিফ আনার ফলে বিশ্ব জগত তিনির আলোয় আলোকিত হয়েছে। এই আলো যে ধারণ ও গ্রহণ করবে সেই দুনিয়া ও আখেরাতে আলোকিত হবে।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. আব্দুস সাত্তার, মাদ্রাসা কমিটির সদস্য মো.আব্দুর রহমান,কাতার প্রবাসী মো. জুবের আহমদ, আব্দুল বাছিত, মো. জুনাব আলী, প্রমূখ। আলোচনা সভা শেষে জিকির আজকার ও দোয়ার মাধ্যমে সম্পন্ন হয়।