আপনাকে ভীষণ অপছন্দ করে, বুঝবেন কীভাবে?
দৈনিকসিলেট ডেস্ক :
কিছু মানুষের আচরণ আমাদের প্রতি তাদের অনুভূতির কথা বলে দেয়। মাঝে মাঝে মনে হয়, কেউ আমাদের পছন্দ করে, কিন্তু তাদের কিছু আচরণ আমাদের সন্দেহে ফেলে দেয়। আর এসময় এ নিয়ে নিজের সঙ্গেই চলে এক ধরনের দ্বন্দ্ব। মনে খটকা লেগেই থাকে। এখানে কিছু লক্ষ্মণ উল্লেখ করা হলো যা বুঝিয়ে দিতে পারে যে কেউ মুখে না বললেও আপনাকে আসলে দুচোখে দেখতে পারে না।
কথা বলার সময় চোখে চোখ রাখে না
চোখের যোগাযোগের মাধ্যমে অনেক কিছু বোঝা যায়। যদি কেউ আপনার চোখে চোখ রেখে কথা না বলে, তবে বুঝে নিতে হবে যে তারা আপনাকে পছন্দ করছে না। তবে মনে রাখতে হবে, কিছু মানুষ অন্তর্মুখী হওয়ায় এভাবে যোগাযোগ করতে পারে না।
সারাক্ষণ ফোন নিয়ে ব্যস্ত
যখন আপনি কথা বলছেন এবং তারা ফোনে মনোযোগ দিয়ে আছে, তখন বুঝতে হবে যে তাদের আপনার প্রতি আগ্রহ নেই। এমন পরিস্থিতিতে তাদের সঙ্গে সময় কাটানো আপনার জন্য ভালো হবে না।
কখনোই নিজ থেকে কথা বলতে আগ্রহ দেখান না
যদি কেউ কখনোই নিজ থেকে আপনার সঙ্গে কথা বলতে আগ্রহী না হন, তবে এটা বোঝার সময় এসেছে যে তারা আপনাকে পছন্দ করে না। সম্পর্কগুলোতে উভয় পক্ষের যোগাযোগ জরুরি।
সামাজিক কোনো অনুষ্ঠানে আপনাকে না ডাকা
যারা আপনাকে পছন্দ করে, তারা চেষ্টা করেন আপনাকে সামাজিক অনুষ্ঠানে ডাকতে। যদি কেউ আপনাকে কখনোই কোনো অনুষ্ঠানে না ডাকেন, তবে বুঝবেন তাদের কাছে আপনার মূল্য কম।
তাদের কাছে আপনার আবেগ মূল্যহীন
যখন আপনি আবেগপ্রবণ হয়ে পড়েন এবং তারা আপনার পাশে না দাঁড়ান বা আপনার অনুভূতিকে গুরুত্ব না দেন, তখন নিশ্চিত হন যে তারা আপনাকে পছন্দ করছেন না। প্রকৃত বন্ধুদের উচিত একে অপরের পাশে থাকা।
এই আচরণগুলো যদি আপনার ক্ষেত্রে প্রযোজ্য হয়, তবে নিজেকে প্রশ্ন করুন—এ ধরনের সম্পর্ক আপনার জন্য কি সত্যিই মূল্যবান? মনে রাখবেন, সময়ের মূল্যবান অংশ বিনিয়োগ করুন তাদের সঙ্গেই, যারা আপনার সত্যিকারের মূল্য বোঝে।