সিলেট জেলা যুবদলের সহ সভাপতি বিয়ানীবাজারের হোসেন আহমদ দুলন
বিয়ানীবাজার প্রতিনিধি
সিলেট জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটিতে সহসভাপতি পদে মনোনীত হয়েছেন বিয়ানীবাজার পৌরযুবদলের বর্তমান আহবায়ক হোসেন আহমদ দুলন। তিনি বিয়ানীবাজার পৌরযুবদলের বর্তমান আহবায়ক এর দায়িত্ব পালন করছেন। তার বাড়ি বিয়ানীবাজার উপজেলার মাতিউরা ইউনিয়নে।
বুধবার যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন স্বাক্ষরিত বিজ্ঞপ্তি পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়। এতে হোসেন আহমদ দুলন কে সহসভাপতি হিসেবে দায়িত্ব দেন থাকে।
এবিষয়ে হোসেন আহমদ বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশের মানুষ নতুন একটি বাংলাদেশ ফিরে পেয়েছে। এ দেশের মানুষ স্বৈরাচার থেকে এখন পরিত্রাণ পেয়েছে। তিনি সিলেট জেলা জাতীয়তাবাদী যুবদলের সহ-সভাপতি মনোনীত হওয়ায় কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।