নদীপথে চাঁদাবাজি: বিএনপি মহাসচিবের কাছে অভিযোগ
রাজু আহমেদ রমজান, সুনামগঞ্জ
একচ্ছত্র আধিপত্য বিস্তার করে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পাটলাই নদীসহ বিভিন্ন নদীপথে বেপরোয়া চাঁদাবাজি করে আসছে বিএনপি পরিচয়ধারীরা। শুধু তাই নয়_”মাটিয়াইন হাওরে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার’ মামলার জেলখাটা সর্বশেষ আপোষে মিমাংশিত মামলার অন্যতম আসামিপুত্রকে চাঁদা আদায়ে মাঠে নামানো হয়েছে। ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতংক বিরাজ করায় সাধারণ মানুষ তো দুরের কথা গণমাধ্যমকর্মীরাও মুখ খুলতে সাহস পাচ্ছেন না অতর্কিত হামলা-মামলার ভয়ে। তবে নবাগত জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে চাঁদাবাজিরোধে পদক্ষেপ নিতে দাবি জানিয়ে আসছেন গণমাধ্যমকর্মীরা।
এবার বেপরোয়া চাঁদাবাজির বিরুদ্ধে হাটে হাঁড়ি ভেঙে দিলেন নিজ দলীয় এক নেতা। দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন চাঁদাবাজিরোধে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। চলতি মাসের ৭ সেপ্টেম্বর এমন অভিযোগ দেন তিনি।
অভিযোগে উল্লেখ- তাহিরপুরে চাঁদাবাজিসহ নির্যাতনমূলক ব্যবসায় বিএনপি নেতাকর্মীরা জড়িত হয়েছেন। ছাত্র—জনতার আন্দোলনের ফলে দেশে স্বৈরশাসকের অবসান হয়। সাধারণ মানুষ আওয়ামী সরকারের অত্যাচার জুলুম নির্যাতন হতে স্বস্তি পেতে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপির প্রতি ভরসা করে আছে। ইতোমধ্যে দলের হাই কমান্ডের কঠোর নির্দেশনাও রয়েছে যে, দলীয় দায়িত্বশীল নেতৃবৃন্দ গণআকাঙ্খার বিপরীত কোন কর্মকাণ্ডে যেন না জড়িয়ে পড়েন কিন্তু তাহিরপুরে সেই নির্দেশনা মানা হচ্ছে না। উপজেলায় আওয়ামীলীগ দলীয় নেতাকর্মীদের নিয়ন্ত্রণে থাকা অবৈধ চাঁদা আদায়ের সকল উৎস, বিভিন্ন হাট-বাজার, নৌকাঘাট ও সমিতি দখল এবং বালু মহালে সমঝোতায় জনদুর্ভোগ ও সাধারণ মানুষের উপর নিপীড়ন চালানো হচ্ছে। ফলে জনসাধারণের মধ্যে দলীয় ভাবমূর্তির বিরূপ প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া আরো স্পর্শকাতর বিষয় উল্লেখ করে দলীয় হাইকমাণ্ডের হস্তক্ষেপ কামনা করেন বিএনপির এ নেতা।
অভিযোগ প্রসঙ্গে রুহুল আমিন এর সাথে রবিবার সকাল কথা হলে তিনি বলেন- ‘আমরা এসব নিপীড়নমূলক অর্থ আদায়ের ক্ষেত্র বন্ধ করার জন্য জনগণকে সাথে নিয়ে লড়াই-সংগ্রাম ও প্রতিবাদ করে আসছি। আমাদের নেতা তারেক রহমান সকলকে সতর্ক করে দিয়েছেন। তিনি নির্দেশ দিয়েছেন সাধারণ মানুষ বিরক্ত হয় এমন কোন কাজে দলের নেতারা যাতে যুক্ত না হয়। কিন্তু তাহিরপুরে এই নির্দেশনা না মানায় আমি এই আবেদন করেছি।’