শাবিপ্রবি উপাচার্যকে স্বাগত জানালেন শিক্ষক-শিক্ষার্থীরা
শাবিপ্রবি প্রতিনিধি
নিয়োগদানের ৪ দিনের মাথায় ক্যাম্পাসে আসলে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরীকে স্বাগত জানান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।
স্বাগত স্বাক্ষাতের পর রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-২ এর কনফারেন্স কক্ষে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা করেন নবনিযুক্ত উপাচার্য। এরআগে শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
শিক্ষকদের সঙ্গে মতবিনিময়কালে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. সওয়ারউদ্দিন চৌধুরী বিশ্ববিদ্যালয় সুষ্ঠুভাবে পরিচালনা, শিক্ষা, গবেষনাসহ সর্বাঙ্গীণ উন্নয়ন অগ্রগতির জন্য সংশ্লিষ্ট সকল মহলের সহযোগিতা কামনা করেন ।
এদিকে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রথমবারের মতো প্রবেশ করলেও ভিসি কার্যালয়ে যোগদান করেননি। তবে আগামীকাল থেকে তিনি অফিস কার্যক্রম শুরু করবেন বলে জানান শিক্ষকরা।
উল্লেখ্য, শাবিপ্রবি নবনিযুক্ত উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ছিলেন ।