কাঞ্চনপুর সেবা ফাউন্ডেশনের কমিটি গঠন

সুনামগঞ্জের দোয়ারাবাজারে স্বেচ্ছাসেবী সংগঠন কাঞ্চনপুর সেবা ফাউন্ডেশন-এর ২ বছর মেয়াদি ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। রোববার (২২ সেপ্টেম্বর) রাত ৯টায় আনুষ্ঠানিকভাবে কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে সভাপতি হিসেবে মোঃ মখলিছ আলী, সাধারণ সম্পাদক হিসেবে জসিম উদ্দীন ও সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসাইন এর নাম ঘোষণা করা হয়। উপদেষ্টা হিসেবে আছেন মো: আব্দুল কাইয়ুম, মো: আমীর হোসেন, মো: আব্দুল করিম, মো: এশাদ আলী এছাড়াও সহ সভাপতি-মো: বশির উদ্দিন, যুগ্ন সাধারণ সম্পাদক মাওলানা খালেদ হোসেন, অর্থ সম্পাদক মো: আরশ আলী, প্রচার সম্পাদক মো: মোস্তফা, সহ প্রচার সম্পাদক মো: বখতিয়ার হোসেন, দপ্তর সম্পাদক মো: আশিকুর রহমান, কার্যকরী নির্বাহী সদস্য মো: আশিকুর রহমান, মোতাহির হোসেন।

নব-গঠিত কমিটির সভাপতি মোঃ মখলিছ আলী বলেন, আমরা যুব সমাজকে নিয়ে সমাজের ভাল কিছু কাজ করতে চাই। সকলের সহযোগিতায় সমাজ থেকে মাদক নির্মূলের কাজ করে যাবে। অন্যতম ভূমিকা থাকবে মাদক মুক্ত সমাজ, নিরক্ষরতা এবং সামাজিক কু-সংস্কার দুর করা।

কাঞ্চনপুর সেবা ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসাইন বলেন, গরিব, দুঃখী, অসহায় মানুষের পাশে থেকে কাজ করার লক্ষে কাঞ্চনপুর সেবা ফাউন্ডেশনের সূচনা করা হয়। তিনি আরো বলেন, একজন মানুষের স্মার্টনেস পোশাকে প্রকাশ পায়না বরং তাঁর ভদ্রতা, শিক্ষা, জ্ঞান, আচার, আচরণে প্রকাশ পায়। ভালো কাজ করার জন্যই এই ফাউন্ডেশনের উদ্ভব। সেইসাথে এই সংগঠনের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

সভা শেষে সংগঠনের অন্যতম সদস্য, সাউথ আফ্রিকা প্রবাসী মোহাম্মদ আলীকে ফুল দিয়ে বিদায়ী সংবর্ধনা জানানো হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন