সীমান্তে ভারতীয় মহিষসহ কোটি টাকার পণ্য জব্দ
দৈনিকসিলেট প্রতিবেদক
সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে প্রায় এক কোটি টাকা মূল্যের ভারতীয় মহিষ, চিনি ও মদ এবং বাংলাদেশি রসুন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল সুনামগঞ্জের ছাতক উপজেলার সীমান্তবর্তী এলাকা ছনখইর নামক স্থানে অভিযান চালিয়ে ১৬টি ভারতীয় মহিষ জব্দ করে। এছাড়াও সিলেটের গোয়াইনঘাট এবং কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ২৬ হাজার ৯০০ কেজি চিনি ও ১৬৭ বোতল মদ এবং এক হাজার কেজি বাংলাদেশি রসুন ও অন্যান্য চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৯৫ লাখ ৩৮ হাজার টাকা।
জব্দকৃত ভারতীয় মহিষ স্থানীয় কাস্টমসে জমা করে কাস্টমস প্রতিনিধির উপস্থিতিতে নিলাম কার্যক্রম সম্পন্ন করা হবে এবং অন্যান্য চোরাচালানী মালামাল স্থানীয় কাস্টমসে এ জমা করা হবে।