শাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজিবুর রহমান গ্রেফতার
দৈনিকসিলেটডটকম
সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজিবুর রহমানকে গ্রেফতার করেছে র্যাব-৯।
বুধবার (২৫ সেপ্টেম্বর) ভোর রাতে নরসিংদী জেলার রায়পুরা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব এর মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার মোঃ মশিহুর রহমান সোহেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ ও র্যাব-১১ এর যৌথ অভিযানে শাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজিবুর রহমানকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নাশকতা মামলা (এসএমপি, সিলেটের কোতয়ালী থানার এফআইআর নং-১৫/৩৭০, তারিখঃ ২০ আগষ্ট ২০২৪ ইং, ধারা- ১৪৩/১৪৭/১৪৮/ ৩২৪/৩০৭/৩০২/৩৪ দন্ড বিধি আইন ১৮৬০) রয়েছে।
গ্রেফতারকৃত আসামী সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক পিতা-রবি উল্লাহ, সাং- দুকুন্দিচর, থানা-রায়পুরা, জেলা-নরসিংদী।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীকে এসএমপি, কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।