বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে সাধারণ সম্পাদক সংবর্ধিত
সমুজ আহমদ সায়মন বিশ্বনাথ থেকে
বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক, বিশিষ্ট ক্যাটারিং ব্যবসায়ী গোলজার খানকে সংবর্ধনা প্রদান করেছে বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউকে।
গতকাল মঙ্গলবার (২৪শে সেপ্টেম্বর )রাতে বিশ্বনাথ প্রেসক্লাব কার্যালয়ে বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজসেবী গোলজার খান।
বিশ্বনাথ উপজেলা ধারাভাষ্য এসোসিয়েশনের সভাপতি এ কে এম তুহেমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, যুক্তরাজ্য প্রবাসী শাহনুর আলী, বিশ্বনাথ উপজেলা ফুটবল এসোসিয়েশনের সাবেক সভাপতি পরতাব আলী, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, তজম্মুল আলী রাজু, সাথী স্পোটিং ক্লাবের সভাপতি মিছবাহ উদ্দিন খান, সংগঠক তাজুল ইসলাম সাজু, বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউকের সমন্বয় কমিটির সদস্য মাজহারুল ইসলাম সাব্বির।
এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউকের সমন্বয় কমিটির সদস্য দেলওয়ার হোসেন, উপজেলা ফুটবল দলের গোলরক্ষক আব্দুর রাজ্জাক, পুষ্পসৌরভ বিশ্বনাথেরগাঁও স্পোটিং ক্লাবের সভাপতি ছাইম উদ্দিন, বিশ্বনাথ পুরানবাজার বণিক কল্যাণ সমিতির কমিশনার আনোয়ার আলী, আলোকিত সূর বিশ্বনাথের উপ-পরিচালক মুক্তার হোসেন, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য নূর উদ্দিন, শহিদুর রহমান, সংবাদকর্মী মোস্তাক আহমদ মোস্তফা, বিশ্বনাথ উপজেলা ধারাভাষ্য এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী লিটন, সদস্য বিজয় কর্মকার, সংগঠক নাছির উদ্দিন, সাব্বির আহমদ, আফজল মিয়া, জাহান মিয়া, লিটন মিয়া, আব্দুল হাসান।
প্রধান অতিথির বক্তব্যে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক গোলজার খান বলেছেন, খেলাধুলাকে এগিয়ে নিতে আমাদের সহযোগিতা আছে, থাকবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলায় শরীর ও মনকে প্রফুল্ল রাখে। খেলাধুলা অব্যাহত থাকলে যুবসমাজ নেশায় জড়িত হবে না। মাদক থেকে যুবসমাজকে দুরে রাখতে খেলাধুলার বিকল্প নেই।
তিনি আরো বলেন, প্রবাসীদের অর্থায়নে বিশ্বনাথে বেশ কয়েকটি একাডেমী প্রতিষ্ঠা হয়েছে। ওই একাডেমীগুলোতে আমাদের যুবকেরা প্রশিক্ষণ গ্রহন করছেন এটা নি:সন্ধেহে ভাল দিক। সকল একাডেমীর ধারা অব্যাহত রাখতে সকল প্রবাসীর প্রতি আমি অনুরোধ জানাচ্ছি।