শায়েস্তাগঞ্জে ভাঙারী দোকান থেকে চোরাই মালামাল উদ্ধার
মিজানুর রহমান সুমন, শায়েস্তাগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার সাবাসপুর এলাকার মোঃ আব্দুল হান্নানের ভাঙারী দোকান থেকে চোরাই মালামাল উদ্ধারের অভিযোগ পাওয়া গেছে। এসব মালামাল রেখে বিক্রির অভিযোগে ব্যবসায়ী মোঃ আব্দুল হান্নানকে জনতা আটক করে পুলিশের কাছে ধরিয়ে দেয়।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় লোকজনের অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে আসেন পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল আহাদ ও সমাজসেবক সোহেল আহমেদসহ গণ্যমান্য ব্যক্তিরা। এ সময় তারা মোঃ আব্দুল হান্নানের কাছ থেকে ৭ থেকে ৮ টি টিউবওয়েল ও সরঞ্জাম উদ্ধার করেন। উদ্ধার করা হয় কিছু পরিমাণে বিদ্যুতের তারও। বিষয়টি অবগত করলে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে উদ্ধার হওয়া মালামালসহ মোঃ আব্দুল হান্নানকে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া জানান, মালামাল উদ্ধার ও আব্দুল হান্নানের আটকের বিষয়টি। সত্য। এ ব্যাপারে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।