দুর্গাপূজা উপলক্ষ্যে সুনামগঞ্জ জেলা পুলিশের সভা
সুনামগঞ্জ প্রতিনিধি
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন জেলার পুলিশ সুপার আ.ফ.ম আনোয়ার হোসেন খান। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা ৩টায় পুলিশ লাইনস মিলনায়তনে এ সভা চলে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখান নেতৃবৃন্দ দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে তাদের বিভিন্ন প্রস্তুতির বিষয় সভায় তুলে ধরেন। এছাড়া সভায় যোগদানকৃত বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে পুলিশ প্রশাসনসহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দকে সর্বাত্মক সহযোগিতার কথা বলেন।
পরিবর্তিত পরিস্থিতিতে রাজনৈতিক দুর্বৃত্তায়নের বিষয় সতর্ক থাকার জন্য সকলকে আহ্ববান জানিয়ে পুলিশ সুপার দুর্গাপূজা উপলক্ষ্যে সরকারিভাবে সকল প্রস্তুতি গ্রহণসহ পর্যাপ্ত পরিমাণ পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছেন। পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের পক্ষ থেকে প্রতিটি পূজামণ্ডপে স্বেচ্ছাসেবক রাখার জন্য আহ্ববান জানিয়েছেন পুলিশ সুপার।
অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইন, জেলার সকল থানার অফিসার ইনচার্জ, বিএনপি জেলা শাখার নেতৃবৃন্দ, জামায়াতে ইসলাম, হেফাজতে ইসলাম, ইমাম মোয়াজ্জিন পরিষদ, জমিয়াতুল উলামা ইসলাম, পূজা উদযাপন পরিষদ, হিন্দু, বৈদ্য, খ্রিষ্টান ঐক্য পরিষদ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও শিক্ষার্থীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।