সিলেটে ভিডিপি সদস্যদের মৌলিক প্রশিক্ষন পরিদর্শনে উপ-মহাপরিচালক
দৈনিকসিলেট ডেস্ক :
সিলেট জেলাধীন দক্ষিণ সুরমা উপজেলায় ১০ দিন মেয়াদি ভিডিপি সদস্যদের মৌলিক প্রশিক্ষন পরিদর্শন করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিলেট রেঞ্জের উপ-মহাপরিচালক মো. জিয়াউল হাসান, বিভিএমএস, পিএএমএস।
বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে সিলাম ইউনিয়ন পরিষদের হল রুমে প্রশিক্ষন কার্যক্রম পরিদর্শন করেন।
পরিদর্শনের সময় উপ-মহাপরিচালকের সঙ্গে আরও উপস্থিত ছিলেন সিলেট জেলার জেলা কমান্ড্যান্ট শাওন আসাদ, সিলেট জেলার সার্কেল এ্যাডজুট্যান্ট এএসএম এনামুল হক, দক্ষিণ সুরমা থানা আনসার ভিডিপি কর্মকর্তা তানিয়া লাইজু খানম।
উপ-মহাপরিচালক মোঃ জিয়াউল হাসান প্রশিক্ষণ কেন্দ্রে পৌঁছালে দক্ষিণ সুরমা থানা আনসার ও ভিডিপি কর্মকর্তা তানিয়া লাইজু খানম তাকে চলমান প্রশিক্ষণ সম্পর্কে ব্রিফিং করেন।
পরিদর্শন শেষে তিনি প্রশিক্ষনার্থীদের সাথে মতবিনিময় করেন ও দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন।
তিনি বলেন, প্রশিক্ষণপ্রাপ্ত সকল সদস্যরা দেশের অভ্যন্তরীণ জাতীয়, স্থানীয় নির্বাচনে ভোটকেন্দ্রে নিরাপত্তা রক্ষা, দুর্গাপূজা, দুর্যোগ মোকাবেলায় দায়িত্ব পালন করে। এ বাহিনীর বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র থেকে কর্মমুখী প্রশিক্ষণ গ্রহণ করে ভিডিপি/টিডিপি সদস্যরা নিজেদের আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি দেশের অর্থনৈতিক চালিকা শক্তি সচল রাখতে বিশেষ ভূমিকা পালন করে।